পথ মাঝে পথ হারিয়ে,
রাহেকে সুধায় পথিক!
এ পথ মিশেছে কোথায়,
পথ কি আমার সঠিক?
দৃষ্টি সীমাহীন দূরে!
কিংবা,আরও গভীরে।
খোঁজছি তাই পথের রেশ
এ পথ মিশেছে কোথায়
আছে কি পথের শেষ?
স্বপ্নরা মেলে ডানা,আশা দেই দোলা।
পথের বাড়ে পরিধি,গাঁথে অজস্র মালা
জীবন কাব্যিক,জটিল সময়ের ঘড়ি!
ইতিহাস খোঁজে তাই সভ্যতার নাড়ি?
পাখি খোঁজে নীড়,নদী খোঁজে সমুদ্র।
সময়ের পাকে পথের সীমানা এখনো রুদ্ধ,
খোঁজছি তাই পথের শেষ
এ পথ মিশেছে কোথায়
আছে কি পথের শেষ?
সন্ধ্যা নামে সূর্য ডুবে,চরে জাগা ঘন কাশফুল।
পথের মাঝে পথ হারিয়ে পথিক পথকেই ভুল?
অথচ ঢের বাকী পথ,অপেক্ষায় শত ফুল!  
খোঁজছি তাই পথের রেশ
এ পথ মিশেছে কোথায়
আছে কি পথের শেষ?