এ সমাজের ভদ্র কবি মহোদয়গণ
আপনাদের সশ্রদ্ধ চিত্তে আরক্তিম অভিবাদন।
অভিবাদন জানাই উপর মহলের সকল রাজনৈতিক নেতৃত্বকে,আরও অভিনন্দিত করছি বুদ্ধিজীবী,সাংবাদিক,শিক্ষক ও আইনজীবীদের
আপনাদের মেধা,বিবেক ও মস্তিষ্ককে ঘুণপোকার কাছে ইজারা দেওয়ায়।
কৃতজ্ঞ বেশ্যা ও কুকুরের কাছে কেননা,
ইতোর কবি,ভণ্ড রাজনৈতিক নেতৃত্বের চেয়ে ওরা বিশ্বস্ত এবং উদার।
কবি ও নেতারা ভন্ড হলে,আমলারা চোর হয়।
আইনজীবী বা শিক্ষক,মিথ্যুক হলে ইশ্বর হাসে,শয়তান লজ্জিত হয়।
আমি সত্য ও সুন্দরের পূজারী,
তাই তোমাদের কাছে আমি
শুয়োরের বাচ্চা,ছাপোষা এক গরীব ছাগল ছানা!
তোমাদের সুমিষ্ট আবৃত্তি ও জ্বালাময়ী বক্তব্য বেরসিক
অথচ অন্ধ এক পাল গরুর খাদ্য।
গরুরা দুধ দেয়,তোমরা দুধ বেঁচে মদ খাও।
আমলাদের ব্র্যাণ্ডের দামী সিগারেটের ধুঁয়ায় বেকার যুবকের মৃত আত্মার কান্নায় ভারী হয়ে উঠে চারপাশ।