তোমাকে চাই কোন এক সকালে
আমার বাম বাহুতে, তোমার নরম চুলের ছোঁয়ায়।
তোমাকে চাই কোন এক দুপুরে
ব্যলকোনিতে দাঁরিয়ে, দূরে তাকিয়ে আমার আশায়।
তোমাকে চাই কোন এক বিকালে
পাশাপাশি দুজনে, হেঁটে যাব বহু দূরে। থাকবেনা পথের হিসাব।
তোমাকে চাই কোন এক সন্ধায়
ঘড়োয়া আড্ডায়, গান হয়ে ঘুরবে এ গলায় ও গলায়।
তোমাকে চাই কোন এক জৎস্না রাতে
চাঁদ পানে তাকিয়ে, হাতে হাত রেখে শুধু সপ্ন বোনায়।
তোমাকে চাই গভীর কোন রাতে
দুজনের ঘন নিঃষাশে, ভুলে যাই পৃথিবীর সব ব্যথা।
তোমাকে চাই রাতের ঘুমে
সপ্ন হয়ে, তোমার হাতে তুলে দিই আমার হিয়া।


তোমাকে চাই কোন এক রোদ্রুজ্জোল দিনে
বহু ঘামের গায়ে, একটু বাতাস হয়ে বয়ে যাবে।
তোমাকে চাই অনেক কাজের চাপে
দেরী করে ঘরে ফিরে, অভিমান ভুলে গলে লাগবে।
তোমাকে চাই কোন এক ঝড়ের রাতে
ঘুম ভেঙ্গে আতংকে, হাতে হাত রেখে বসে থাকতে।
তোমাকে চাই ঘুম ভাঙ্গা রাতে
হাজার গল্পে, সপ্নে, বাঁকি রাত কাটিয়ে দিতে।
তোমাকে চাই কোন এক বৃষ্টিতে
ভিজব দুজনে, একসাথে মাতবো পাগলামিতে।
তোমাকে চাই জর গায়ে, আধবোঁজা চোখে
পাশে আছো, আবার সপ্ন আঁক, বৃষ্টিতে,পাগলামিতে।


তোমাকে চাই কোন এক জুয়ার আসরে
লাক হয়ে, জিতবে তুমি জিতাবে আমায়।
যদি হারি বকবে আমায় করবে আড়ি
আমি তোমার রাগ ভাঙ্গাব, বাঁধব মায়ায়।
তোমাকে চাই কোন এক ঝগরায়
রাগবে তুমি ভাসাবে বুক ছিঁড়বে শাড়ি।
যদি তুমি না খেয়ে ঘুমাও, কেদে বুক ভাষাও
আমি ভোলাব তোমায়, আনব কিনে নতুন শাড়ি।
তোমাকে চাই কোন এক ভ্রমনে
নাচবে তুমি, গায়বে তুমি শিল্পি হয়ে।
যদি তুমি ঘুরি হও, ঊড়ে চলো
আমি তোমার পিছু নেব লাটায় হয়ে।


তোমাকে চাই কোন এক জীবনে
প্রতিটা ক্ষনে, থাকব পাশে সাথি হয়ে।
তোমাকে চাই আমার প্রতিটা ঘুমে
থাকবে তুমি  সপ্নের পরী হয়ে।
তোমাকে চাই আমার প্রতিটা কল্পনাতে
জীবন কি বোঝাবে আমায় বাস্তব হয়ে।
তোমাকে চাই মানুষিক রোগে
পরী হয়ে রইবে পাশে, কতকিছু করবে তুমি
হাসব আমি পাগল হয়ে।
একজীবনের পরেও যদি জীবন থাকে
সেই জীবনেও চাইব আমি তোমার হতে।
পাগল হয়ে, পাগলামিতে,
বাচবো আমি তোমার সনে
তোমাকে চাই আমার করে, সাত জীবনের প্রতিটা ক্ষনে।