যে বাতাসে রোদ কেটে যায়
প্রশান্তিরা জাপটে ধরে,
যে বাতাসে ধূলিকণা শান্ত থাকে
পথ ভিখারির দুঃখ মেটায়, ক্ষুধা মরে।
সেই বাতাস কি শুধুই বাতাস!


ঘণ্টা দেড়েক সময় নিয়ে চুল গুছিয়ে,
রওনা দেয়ার সাথে সাথে
চুল আওড়ালে যে বাতাসে
প্রিয়সির সব রাগ উড়ে যায়।
সেই বাতাস কি শুধুই বাতাস!


যে বাতাসে দিন মজুরের ঘাম ধুয়ে যায়
ফড়িং গুলো ডানায় ভাসে ঊর্ধ্বশ্বাসে,
নব বধূর আঁচল উড়ায় মুচকি হাসে
যুবকের ঘোর তৃষ্ণা মেটায় যে বাতাসে।
সেই বাতাস কি শুধুই বাতাস!
কী নাম দেবে এই বাতাসের?