এখানে হাওয়ায় হাওয়ায় ওড়ে
ফাগুনের পদাবলী
এখানে হাওয়ায় হাওয়ায় ওড়ে
বাসন্তিক প্রেমাঞ্জলী।
এখানে হাওয়ায় ওড়ে
চঞ্চল বেগ
কখনো সখনো প্রেম হয়ে ধরা দেয়
রিমঝিম বর্ষার আবেগ।
এখানে বসন্ত বাতাসে ভেসে বেড়ায়
মনের কত গোপন কথা
হৃদয়ের কিছু কথা, কিছু স্মৃতি
জাগায় আচানক ব্যাথা।
বসন্ত চলে যাবে ফাগুনের আগুনের সাথে
হৃদয়ে তাই ক্রন্দন
আবার আসবে ফিরে, আসবেই তো
হয়তো দেখবো না আমি, তাই অগ্রিম অভিনন্দন!


#বেনাপোল
১৯/০২/২০১৮