আমার বিকালগুলো, প্রতিদিনের বিকালগুলো
অকাল হয়ে আসে; আর ঝরে পড়ে নাইট কুইনের মতো অকালেই।
কতদিন বিকাল দেখিনা,
দেখি কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠা
কিছু লেখা,
চোখে চশমা ছাড়া আবছা দেখি এখন
চশমাটাও মাঝেমাঝে প্রতারকের ভূমিকা পালন করে।
কতদিন বিকাল দেখি না, দেখি না বেলি ফুলের ধবধবে সাদা রঙ্গের ওড়াউড়ি ;
কতদিন হলো বেলি ফুলের সুগন্ধ পাইনা।
মাঝেমাঝে ভয় পেয়ে যাই, আমার নাসারন্ধ্রের অস্তিত্ব সংকটে।
ভয় হয় কোভিড -উনিশের,
কুঁকড়ে যায় আমার ভিতরে থাকা সকল অনুভূতি।
কতদিন বিকালের স্বাদ পাইনা,
পাইনা দেখতে আষাঢ়ের রঙ্গিন মেঘের খেলা।
বিকাল কখন রাত হয়ে যায়, তা-ও বুঝিনা
বসে থাকি কয়েকটি কাগজের উপর হাত রেখে,
নিজেকে আবিষ্কার করিন কাল্পনিক একজন ভিনগ্রহের প্রাণীর মতো।
বিকাল, রাত হয়ে যায় মধ্যরাত।
শুধু সকাল দেখি তবে স্নিগ্ধতা ফুরিয়েছে এমন।
করোনাকালের সকালে কোন স্নিগ্ধতা নেই, থাকেওনা,
থাকে শুধু আতঙ্ক নামের অনিকেত অপেক্ষা।
@All Rights Reserved
Md Abdul Hafiz
মোঃ আব্দুল হাফিজ
০৭/০৬/২০২১