আমি বৈশাখ - নেই রাখ-ঢাক
প্রচণ্ড বেগে আমি চলি ছুটে-
অন্যায় অত্যাচারে থাকিনা নির্বাক ।
আমি বাংলা মায়ের দামাল ছেলে
ধাবিত হই জঙ্গীবাদের পিছে-
মানিনা কোন আইন হঠাৎ উঠি ঠেলে।
জ্বরাজীর্ণ আবর্জনা নিয়ে যায় উড়ায়ে
থেমে যায় মাঝপথে-
মানবেরে দিই শান্তি , বৃষ্টি ঝরিয়ে।
চলি আমি স্ববেগে, মাঝে দিই ঘূর্ণি
উপড়ে ফেলি শোষণ ত্রাসন-
মজলুম নেতা হয়ে , করি সব চূর্ণী ।
তচনচ করি , ভেঙ্গে করি সব চুরমার
হই আমি অগ্নি , পোড়াই কুসংস্কার -
ঝাঁপিয়ে পড়ি , যখন বাংলা মা খায় মার ।


বেনাপোল
১৪/০৪/২০১৫