বিশ্বাস করুন ভাই সকল
আমি কবি হতে আসিনি
আমি কবিতার মর্মকথা বুঝতে এসেছি
আমি কবিতার মর্মকথা বুঝাতে এসেছি
সত্যি বলছি আমি কবি হতে আসিনি
আমি কবিতার বাহক হয়ে কবিতা পড়াতে এসেছি
যারা কবিতা পড়ে না তাদের কাছে
কবিতা পড়ার সনির্বন্ধ অনুরোধ নিয়ে এসেছি
যারা কবিতা বুঝে না তাদের জন্য মজার হাসির গল্পের মত একখানা কবিতা নিয়ে এসেছি
বলতে পারেন আমি কবিতার এক গ্রাম্য ফেরিওয়ালা
নাকফুল কানের দুল, লিপস্টিক, কাচের চুড়ির মত কিছু মাল ফেরি করে বেড়াচ্ছি মাত্র
বলতে পারেন আমি এক বায়স্কোপওয়ালা
আমি কবিতার কিছু শব্দের খেলা দেখিয়ে বেড়াই
বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি
আমি এক সাপুড়িয়া মাত্র
সাপ নেই, তবে সাপের মত বাক্সে করে কিছু কবিতা নিয়ে বেড়াই
আমি সাপ খেলার মতো শব্দের খেলা দেখাই
ভাই সকল আমি কবি হতে আসিনি
আমি কিছু শিক্ষিত মানবের মুর্খতার কথা বলতে এসেছি
আমি ভাই কবি হতে আসিনি
আমি কবি হতে আসিনি মোটেই
কবিতা পড়ার মাঝে শান্তির কথা বলতে এসেছি
আমি কবি হতে আসিনি
আমি কবিতায় মানুষের কথা বলতে এসেছি
আমি কবিতায় শ্রমিকের নায্য মজুরির কথা বলতে এসেছি
আমি কবিতায় মানুষ হওয়ার কথা বলতে এসেছি
আমি কবিতায় মানুষ হয়ে মানুষকে খুন করার বিপক্ষে কথা বলতে এসেছি
আমি কবিতায় বয়োঃবৃদ্ধ মানুষকে শ্রদ্ধার কথা বলতে এসেছি
আমি বলতে এসেছি শিশুদের ভালোবাসার কথা
আমি কবিতায় নারীদের মানুষ ভাবতে শেখার কথা বলতে এসেছি
আমি আমার ঝুড়িভর্তি কবিতায় মা'কে, বাবাকে ভালোবাসার কথা বলতে এসেছি
বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি
আমার কবিতায় আমি ভালোবাসার কথা বলতে এসেছি
আমি মানুষকে ভালোবাসার কথা বলতে এসেছি
আমি বলতে এসেছি যারা মানুষকে ভালোবাসতে জানে তারাই মানুষ
যারা মানুষকে ভালোবাসতে শিখে তারা মানুষ মারতে পারে না
আমি কবিতায় বলতে এসেছি মানুষ কখনোই মানুষ মারতে পারে না
যারা মানুষ মারে তারা অতি সহজেই
অমানুষের অভিধা বহন করে
আমি বলতে এসেছি হে মানুষ,
তুমি যদি মানুষ হয়ে থাকো তবে তুমি কখনোই মানুষ মারতে পারো না।


#বেনাপোল
১৫ বৈশাখ, ১৪২৬