আমি রাত হয়ে হারিয়ে যাই নিঃসীম আঁধারে,
কবিতার শব্দগুলো মুখ থেকে বের হয় বিড়বিড় করে।
আবার ভিতরে অন্ধকারে হারিয়ে যায়;
কবিতা লেখা আর হয় না।
আমি কেবল হেঁটে যাই অনুভবে
জীবনানন্দের শঙ্খচিলের মতো
ভোর হয়ে আসে, শিশিরের টুপটাপ শব্দে ফিরে আসি আপন ঠিকানায়।


#বেনাপোল
০৫/১২/২০২০