রহা, রহা বাজি, একটু রহা
একলাই নামাজ না পড়্যা
চাচা-ভাতিজা মিল্যা প্যড়ি
এর থ্যাক্যা ভালো
আর কি হয় কহা, বাজি কহা।


চাচা হইলেন মুরব্বি মানুষ
তাই বলিলাম আপনি করেন ইমামতি
চাচা বলিলেন তুই বাবা শিক্ষিত মানুষ
কর ইমামতি, এতে আমার নাই কোন ভিমরতি।
চাচার কথা শুনিয়া ফিরিলো আমার সম্মিত
আমিত্ববোধে পাগল মোরা
অথচ জ্ঞান কত কিঞ্চিত।


'আমি, আমরা আর আমাদের'
নিয়া ব্যস্ত সবাই
আমিই পারি শুধু আমিই পারি
এই হলো মোদের অহংকারী বুলি
যুগেযুগে আমিত্বের বড়াইয়ে
হয়েই চলিয়াছে তাইতো মনুষ্যত্বের বলি।


এজগতে সেই বেশি জ্ঞানী
না পারার সরল স্বীকারোক্তি আছে  যার
ভন্ডামী ছাড়িয়া জগতের বড় কাজের
যাহারা নিয়াছে ভার।


স্বল্প শিক্ষিত বা অশিক্ষিতের কাছে
হইলো আমিত্বের পরাজয়
না পারার সরল স্বীকারোক্তির অবশেষে হইলো জয়।


#বেনাপোল
৬ জৈষ্ঠ,১৪২৫
২১/০৫/২০১৮