কিছু আমলা
ভরেন গামলা মাল কড়ি দিয়ে।
কলমের শক্তির জোরে
কাটেন গাছ, ধরেন মাছ
সটকে পড়েন টাকাকড়ি নিয়ে।
তাদেরকে বলার কেউ নেই
তারাই প্রভূত্ব খাটায়া
অধিনস্তদের দেন ফাসাইয়া।
কিছু আমলা আছে সৎ
তাদের কষ্টে কাটে দিনরাত,
সততা দেখালে
হয়ে যান কুপোকাত।
কি আর বলবোরে ভাই
আমলাতন্ত্র মানেই খাইখাই।
সরকার গাড়ি দেয়, দেয় গাড়ির তেল
তবু তারা পেতে চাই বিদেশি রেল।
আমলাদের কাছে সেবা চাই জনগণ
যান্ত্রিকতাবাদ বাদ দিয়ে
সেবা তন্ত্রে দেন মন।
মাথা যদি থাকে ফ্রেশ
উন্নয়নে এগিয়ে যাবে এ দেশ।


বেনাপোল
১২/০৩/২০২০