শুভদিন,শুভ সকাল শুভ দুপুর, শুভ রাত্রি
বলা যায়না আর,
বললে ভণ্ডামির চরম পর্যায়ে দাঁড়াতে হয়।
যেদিক পানে চাই, দেখি শকুন আর চিল
আকাশেও ওড়ে, জমিনেও পাখনা মেলে ;
মিছিল, মানববন্ধনেও তারা হাত উঁচিয়ে চলে।


নিরাপত্তা! আছে কি?
আমাদের মা-বোন বা যেকোনো নারীর?


হায়েনা বিলুপ্তপ্রায় কিন্তু,
মানুষরূপী হায়েনাদের চতুর্দিকে মহাকলরব
তাদের নখরের থাবায় ক্ষত-বিক্ষত এদেশের বুক।


ক্ষত-বিক্ষত আমার মায়ের বুক
আমরা নির্লজ্জ ও নির্লিপ্ত জাতি
পুরো দেশ হয়ে গেছে নির্লজ্জ
আমরা এখন কেবলই দেখি নারীদের
রক্তান্ত দেহ, ছিদ্র হৃদয় ও পোড়া কালো মুখ।


আমরা অতিশয় নির্লজ্জ
আমার বাংলাদেশ একটি নিপাট নির্লজ্জ একটা দেশ!


আমাদের সম্ভ্রম বলে কিছু নেই, নেই একেবারেই
আমরা এখন থেকে বিবস্ত্র দেশের নাগরিক
আমাদের মাঝেই পশুদের কালো থাবা
ধারালো ছুরির মতোই করে চিকচিক;
আমরা এখন থেকে বিবস্ত্র দেশের নাগরিক।


আমদের শুভদিন,শুভ সকাল, শুভদুপুর বা শুভরাত্রি
বলে কিছু নেই
অশুভ, অশুদ্ধতা বহন করে চলেছি কেবলই।


আমরা এখন থেকে নির্লজ্জ ও বিবস্ত্র দেশের নাগরিক।


#চাঁপাই_নবাবগঞ্জ
০৮১০২০২০
ছবিটি Abdullah Baki
ভাইয়ের ওয়াল থেকে নেওয়া।