মেঘগুলো আজ ছিঁড়েছুটে বৃষ্টি ঝরায় ধরায়
সোঁদা মাটির গন্ধে যে ভাই মনটা খুব জুড়ায়।


সবুজ ফসল ফলবে মাঠে
মাছ নাচবে ঘাটে ঘাটে।


কৃষক ভায়া তাইতো খুশী বেজায়
ফসল ফলবে বেশি বেশি  
জেলে ভায়াও অধিক খুশি
ব্যস্ত যে তাই মাছ ধরায় ।

দেশ হবে সমৃদ্ধশালী
ভরবে গোলা থাকবেনা আর খালি।


দেশের মানুষ হবে খুশী
সুখ থাকবে বেশি বেশি।  


#বেনাপোল
২৩ শ্রাবণ,১৪২৫
০৭/০৮/২০১৮