মৃত্যুর সাথে পাঞ্জা লড়া! এ 'পাঞ্জা ' শব্দটি ব্যবহারে আমার ঘোর আপত্তি। পাঞ্জা কে, কার সাথে লড়ে?  সম শক্তিসম্পন্ন না হলে কী পাঞ্জা লড়া যায়? যদি বলা হয় তিনমাসের একটি শিশু কোন এক প্রখ্যাতনামা মুষ্টিযোদ্ধা র সাথে পাঞ্জা লড়ছে বা লড়বে। সেটা কী বাংলা বাক্য হবে?  না,  হবেনা।
' মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। ' এটাও বাক্য হতে পারেনা। মৃত্যু এতটা সহজ কোনকিছু নয়। মৃত্যুর সাথে লড়াই করা যায়না। খুব জোর বলা যায় -
লোকটি মৃত্যুর সাথে সহবস্থান করছে।


#বেনাপোল
১১/০৫/২০১৯