হে বিধাতা -
বৈশাখ আসবেই জানি ,
সাথে নিয়ে নববর্ষের আনন্দ
এ আনন্দ যেন বিষ না হয়ে যায় ।
গরিব কৃষকের বাস্তুভিটার
ঘরের খুঁটি উপড়িয়ে নিওনা ;
গরিবের চালাঘরের চাল উড়িয়ে নিওনা  
ভিজে জবুথবু হওয়া কিষান কিষানীর সহায় হও ।
হে বিধাতা কি লাভ বলো , এই গরিবের
ক্ষতি করে ,
কি লাভ বাবুই পাখির অতিকষ্টে তিল তিল করে গড়ে তোলা বাসা ভেঙে ,
কি লাভ বলো , টুনটুনিদের আটপৌরে ঘর সংসার ভেঙে ।
হে বিধাতা -
বৈশাখী তান্ডব থেকে সকলের
সহায় হও , তুমি ।
আজন্মই আস্তিস্ক্যবোধ বিরাজমান আমার ভেতরে :
আমি জানি -
তুমি ন্যায় বিচারক , ন্যায় বিচার তুমি করবেই ।


মোঃ আব্দুল হাফিজ
বেনাপোল
১৩/০৪/২০১৭
৩০ চৈত্র ১৪২৩