ভরা বৈশাখে ভরা শ্রাবণ
চকিত মনে উঁকি দেই
ভালোবাসার ভাদুরে প্লাবন।
জল ছলছলে বৈশাখে
বিরহীপাখীর গান
হৃদয়ে অনুভবি তোমার ঘনটান।


তবে কি শ্রাবণে থাকবেনা মেঘের কলতান?
বইবেনা শ্রাবণধারা
রবেনা প্রেমের অকুলপাথার টান!


না থাকুক শ্রাবণধারা
তবু আমি পথচেয়ে শ্রাবণের
আমি হবোই ছন্নছাড়া
বিরহপ্রেমে উদাস হবে মন
যেমন উদাসী
নিঃসীম আকাশের জ্বলজ্বলে তারা।


#বেনাপোল
৩০ বৈশাখ,১৪২৫
১৩/০৫/২০১৮