কখনো কখনো জীবন বিষাক্ত অনুভূতিতে টইটম্বুর হয়ে যায়,
সে বিষাক্ত অনুভূতির একমাত্র প্রতিষেধক হয় অপ্রতিদ্বন্দ্বী একজন বন্ধু।
কিন্তু অপ্রতিদ্বন্দ্বী বন্ধু কি কেউ হয়?
কেউ হয়না।
ভুল বুঝে অথবা জেদের কারণে খুব কাছের মানুষও অপ্রতিরোধ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে ,
তখন জীবনের মানে মৃত্যুসম অনুভূতিহীন হয়ে উঠে।
এটাই হয়তো বাস্তবতা, এটাই হয়তো জীবন যন্ত্রণা -
জীবন তখন পালিয়ে বেড়ায়,
ঘোর আঁধারেও আলোর পথ খুঁজতে শুরু করে।


#বেনাপোল
২৯/১১/২০১৯