খুব ভোরে
পড়ার ঘরের বেলকোনিতে
গভীর চিন্তায় বিচরণ ।
বেলকোনির সামনেই ফসলি জমি
জৈষ্ঠের দাহে চৌচির জমিন
হঠাৎ প্রশ্ন , বাবা তুমি কি কর ?
বলোতো আমায় -
বিশ্বাস কি ?
আমি তখন হতচকিত
বললাম , যাও মুখটা ধুয়ে এসো
এর ফাঁকেই একমাত্র কন্যার প্রশ্নের  যথোচিত জবাব খুঁজে ফেরা ।
একটি যন্ত্রদানবের উপস্হিতি টের পেলাম
জমির শক্ত মাটিকে আলগা করা শুরু হলো
একেবারেই পাশের জমিতে একটি গরু ক্ষুধা মেটাতে ব্যস্ত ।
সেই যন্ত্রদানবের আওয়াজ ভীষণ যন্ত্রণাদায়ক তবুও
একই সাথে কয়েকটি পাখি আলগা করা জমিতে উদরপূর্তিতে  ব্যস্ত ।
কোন ভয় ও ভীতি নেই
নেই অবিশ্বাস নামের বিষবাষ্প
এখানে আছে শুধুই বিশ্বাস ও ভালোবাসা ;
যে ভালোবাসায় সিক্ত ছোট ছোট পাখিগুলোও ।
অনেক সময় দেখা যায় গরুর পিঠে শালিক অথবা ফিঙের আনন্দ খেলা -
এসবই বিশ্বাস ও ভালোবাসার ফসল ।
শুধু মানুষই হারিয়েছে বিশ্বাস
মানুষ মানুষের রক্ত চোষে
কেউ গলা কেটে আবার কেউ জোঁকের মতো ।
অথচ একই রক্তবর্ণ
জীবনের যবনিকা যেখানে একইরকম -
হবে একইভাবে শেষকৃত্য ।


বেনাপোল
০৮/০৬/২০১৫