বুকের ভিতর বেজে যায় নিঃশব্দ করতালি
বসন্ত এলো নিরবে, চলে গেল সরবে
যেমনি তুমি এসেছিলে, ছুঁয়েছিলে হৃদয় গহীন
বসন্ত যে তোমারই মতো বড্ড হেয়ালী।


বসন্ত ছুঁয়ে গেল আমার হৃদয়ের অলিগলি
রেখে গেল নিত্য ভোর লাগা ঘোরের মোহিনী
স্বপ্নে তোমার ছোঁয়া যে এক নির্ঘাত চোরাবালি।


বেনাপোল
কর্মঘর
২০ ফাল্গুন ১৪২৪