করোনার কোন দেশ নেই
নেই কোন কাল বা পাত্র
বৈষম্য জ্ঞান নেই তার
যেখানে রাত, সেখানেই কাত
মানুষ মেরে করছে বাজিমাত।
শিশু, আবালবৃদ্ধবনিতা
যুবক, মধ্যবয়সী কেউ ছাড় পায়না
তার সামনে নেই কোন আয়না
ধরে বায়না -
কখনো উচ্চ মুখী
কখনো নিম্নমুখী সংক্রমণ
নীরব ঘাতকের ভূমিকায়
তেড়ে আসে, বাতাসে ভাসে
কখনো শিশির জলে
টলমল করে ছদ্মবেশী ভূমিকায়।
করোনার নেই কোন বৈষম্য জ্ঞান
বৈষম্যের ক্ষেত্রে একেবারেই অজ্ঞান
মন্ত্রী, এমপি
রাস্তার পাগল
ছাড় নেই কারো, তার করাল গ্রাস থেকে।
এ এক অজানা, অচেনা সুর
ঢেউয়ে ঢেউয়ে আসে
কখনো সবুজ ঘাসে
দেই হানা, এ এক মহামারির
মৃত্যুর ক্ষেত্রে অহর্নিশ বেসুর।
মানুষ বড় অসহায়
গুলি করা যায়না, চাকু মারা যায়না
আসে নীরবে, খাই মানুষ অহরহ
বিচার-বিবেচনা হীন
তার নেই কোন দোষ
আমাদের দু'হাতের কামাই।


#বেনাপোল
২৫/০৪/২০২১