হাইকু


১.
সন্ধ্যায় বর্ষা
নেমে এলো শহরে
প্রাণ জুড়ালো ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


২.
ধবল আকাশ ছুটে
মনের ব্যথা টুটে
শরৎ হাসে !


বর্ণ বিন্যাস ৮ , ৭ , ৫


৩.
আলো দেখিনা
দেখি শুধুই  হেলো
জগৎ গেল !


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৪.
আমি আছি তো
ভয় পেয়ো না বৃথা
আমি তোমারই ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৫.
মন চুরিতে
নেই কোন বিপত্তি
আমার হলে ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৬.
সবাই ভালো
নিজে হলেই ভালো
আসবে আলো ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৭.
সহজ নয়
হাইকু লেখা , মোটে
মাত্রা বিন্যাসে ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৮.
সত্য পথেই
মুক্তি মেলে সহজে
শান্তি জীবনে ।
বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৯.
সু চির ভং
নামের আগে অং
অশান্তির জং ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


১০.
ঈশ্বর স্বাক্ষী
ভালোবাসি তোমায়
যাবো না ছেড়ে ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


১১.
রোহিঙ্গা মরে
সু চীর অত্যাচারে
শান্তি কোথারে ?


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


১২.
বেদনা মর্মে
দুঃখ আছে হৃদয়ে
ঔষধ চর্মে ?


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


১৫.
ভাদ্রের এক দুপুরে
এক পশলা বৃষ্টি
স্বর্গীয় দান !


বর্ণ বিন্যাস ৮ , ৭ , ৫


১৩.
সর্বনাশা সুন্দর , ঐ
তোমার নয়ন যে
বিভোর আমি !


বর্ণ বিন্যাস ৮ , ৭ , ৫


১৪.
পটল চেরা নয়ন
দেখে ,আমি মোহিত
তোমার প্রেমে !


বর্ণ বিন্যাস ৮ , ৭ , ৫


১৬.
তিমির রাত্রি
পেয়ো না ভয় , বন্ধু
ভোর হবেই ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


১৭.
কিছু মানুষের সাথে
কথা হয়না মোটে
তবু হৃদয়ে !


বর্ণ বিন্যাস ৮ , ৭ , ৫


১৮.
ভালোবাসাহীনতায়
বাঁচেনা প্রাণ কভূ
পোড়ে হৃদয় ।


বর্ণ বিন্যাস ৮ , ৭ , ৫


১৯.
সাঁঝের মায়া
জীবন ছায়া ফেলে
তোমারই মতো !


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


২০.
জীবন যুদ্ধে
পরাস্ত নহে তারা
তারা শ্রমিক !


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


২১.
জীবনের গান গেয়ে
ছুটে চলেছে যারা
বঞ্চিত তারা ।


বর্ণ বিন্যাস ৮ , ৭ , ৫


২২.
নির্মোহ জীবনে আর
মোরা চাইনা কিছু
আশা কিঞ্চিৎ !


বর্ণ বিন্যাস ৮ , ৭ , ৫


২৩.
শহর ছেড়ে
ছায়াবিথির খোঁজে
চলেছি ছুটে ।
বর্ণ বিন্যাস


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


২৪.
বাঁকা রেলপথ ধরে
হেঁটে চলেছি মোরা
জীবন যুদ্ধে !


বর্ণ বিন্যাস ৮ , ৭ , ৫


২৫.
আছে সংশয়
ঘন বন , আসবে
ধর্ষক দল !


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


২৬.
পেছনে দুর্দিন ফেলে
চলেছে তিন নারী
নব জীবনে ।


বর্ণ বিন্যাস ৮ , ৭ , ৫


২৭.
এই অস্থির সময়ে
জীবনের তাগিদে
এ পথ চলা !


বর্ণ বিন্যাস ৮ , ৭ , ৫


২৮.
মরণ সত্য
স্বপ্ন দেখি তবুও
মাঝে জীবন !


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


২৯.
জীবন মায়া
সবই তো কায়া
মরণ সত্য !


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৩০.
মন ময়ুরী নাচেরে
শরৎ হাসেরে , ঐ
মিলন ক্ষণে !


বর্ণ বিন্যাস ৮ , ৭ , ৫


৩১.
আমরা নারী
দুর্বল নই মোটে
জীবন যোদ্ধা !


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৩২.
মায়ের ছায়া
মায়ার বাঁধন যে
স্বর্গীয় দান !


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৩৩.
প্রকৃতির ছায়াতলে
ঘুঘু মায়ের মায়া
স্নেহ আঁচল ।


বর্ণ বিন্যাস ৮ , ৭ , ৫


৩৪.
অমোঘ দান
স্নেহ মায়া বাঁধন
পাখির মাঝে ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৩৫.
মানবতা কাঁধে নিয়ে
জীবনের তাগিদে
স্বদেশ ছাড়ি ।


বর্ণ বিন্যাস ৮ , ৭ , ৫


৩৬.
চোখের জলে
নাফ উপচে পড়ে
ডুবুরি ডুবে ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৩৭.
খোলা আকাশ
বিপর্যস্ত জমিন
শকুনের মজা !


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৩৮.
শিশুর লাশ
বাবার কাঁধে ফিরে
নিঠুর বিধি !


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৩৯.
মরমী কবি
আঁকে ছবি নীরবে
চোখের জলে !


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৪০.
জীবন মূল্য
মুদ্রা বা পেনিতে
নৈতিক ক্ষয় ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৪১.
আজি শরতে
সৌন্দর্য পরতে
মান কেন রে !


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৪২.
নীল আকাশে
সাদা মেঘের মেলা
শান্তি হৃদয়ে !


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৪৩.
দায়িত্ব শেষে
ডুবে যায় সূরুজ
রাতের আশে ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৪৪.
আশ্বিনা আঁচ
চৈত্রের ন্যায়  ধাঁচ
বৈরী প্রকৃতি ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৪৫.
জীবনটা তো
পদ্মপাতাজল
এক নিমিষে ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৪৭.
ঝুপঝাপ রিনিঝিনি
রবির গান শুনি
ভরা বরষা ।


বর্ণ বিন্যাস ৮ , ৭ , ৫


৪৮.
ভেতর বাজে
কে যে বাজিয়ে যায়
সে মহাজন ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৪৯.
ঢাকি বাজায়
ঢাক টাকটাক
মুচকি হেসে ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৫০.
পিঁপড়া দল
আগপিছ চলেরে
মানুষ নয় !


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৫১.
শিশির পড়ে
ডগা নড়ে ঘাসের
জমিন স্থির ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৫২.
জীর্ণ পাতা
জাগছে আজ তাই
বসন্ত হাসে ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৫৩.
সাগর ফুঁসে
পূর্ণিমার হাসিতে
মানুষ মরে !


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৫৪.
ভরা আশ্বিনে
কালো মেঘমালা ঐ
কে খেলে খেলা !


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৫৫.                                  
নয়ন মুদি
স্বপ্ন আঁকি অন্তরে
প্রেম বিরহে ।


বর্ণ বিন্যাস ৫ , ৭ ,  ৫


৫৬.
সুদী মেঘ ঐ
কালো ছায়া জমিনে
গরিব পচে !


বর্ণ বিন্যাস ৫ , ৭ , ৫


৫৭.
গোলায় ধান
মরে গরিবের জান
পুঁজিবাদ যে !


৫৮.
সুদখোর মালিক
সুদ খায় অনায়াসে
গরিব খুদ খায় !


৫৯.
সবুজ মাঠে
চাষা খাটে আজীবন ( আ + জী + বন )
ধনীর সখে ।

৬০.
ঐ যে আকাশ
খুঁটি বিহীন স্থির
নেই গৌরব ।


৬১.
বানায় বোম
জুয়াড়ি বৈজ্ঞানিক
জীবন ক্ষয় !


৬২.
উখিয়া চরে
অমানবিক চিহ্ন
অসভ্য সুচী ।


৬৩.
আলো ফুটেছে
ঐ কুসুম কাননে
সুখের আশ !


৬৪.
নীল জোছনা
মন মাতায় মোর
বিদগ্ধ প্রেম !


৬৫.
শরত রাতে
ঝলমলে জোছনা
নির্ঘাত প্রেম !


৬৬.
হিম শীতল
রাত আসে এ শীতে
দূঃখীরা কাঁদে !


৬৭.
শীতের রাত
দেরিতেই প্রভাত
প্রেম প্রপাত ।


৬৮.
কবি মনন
হৃদয়ে অনুরণন
সংঘাতহীন !

৬৯.
সোনালী আভা
ভোরের হাতছানি
প্রাণ জুড়ায় !


৭০.
শীতল বায়
মাঝরাতে বইছে
শীতের বার্তা ।


৭১.
মনের মাঝে
তোলপাড় সর্বদা
তোমায় নিয়ে ।


৭২.
তুমি আসবে
উচাটান হৃদয়ে
বসন্ত বাতাস !


৭৩.
তিন ছত্রের
হাইকু ও জীবন
শেষে মরণ !


৭৪.
শীত আসে তো
জীবনও হাইকু
সতেরো টানে !


৭৫ .
অসত্য ছোটে
সত্যের পাছে আজ
ঘোর আঁধার !


৭৬.
আশ্বিনে বর্ষা
আনে জলতরঙ্গ
বিরহী মনে ।


৭৭.
আমি ও তুমি
হাইকু প্রেমে মগ্ন
বাড়ে আয়ু ।


৭৮.
"চে " হাইজিন একজন
হাইকু রচক যে
জীবন উৎসে ।


৭৯.
হাইকু তো এক
মানব জীবনের
চলন্ত রূপ !


৮০.
শিশির ভেজা
ভালোবাসার ভোর
মুগ্ধ জীবন !


৮১.
দাঁড়িয়ে আছি
বৃষ্টি আসবে বলে
সাথে তুমিও !

৮২.
জীবন এক
সুমধুর মৃদঙ্গ
জাগে অনন্ত !


৮৩.
বিশ্ব বিধাতা
অনন্ত শক্তিময়
সন্দেহ নাই !

৮৪.
মোদের দেশ
সোনায় সোহাগা যে
জগৎ সেরা ।


৮৫.
সোনালি রোদে
গা ভাসায় পথিক
জীবনানন্দে ।


৮৬.
ফুল কাননে
মৌমাছির জটলা
মৌয়ালের লাভ !
মৌ+মা+ছি+র
মৌ+য়া+লে+র


৮৭.
গায়ের ঘাম
থামেনা শীতেও যে
শ্রমিক তারা ।


৮৮.
মরমের খবর
জানেনা কেউ তো
জানে একজনা !


৮৯.
হেমন্তে অন্তে
শিউলি ভেজা ভোর
নানান রূপে ।


৯০.
নীহার রসে
সিক্ত শিউলি ভোর
হৃদয়ে তুমি !


৯১.
স্বপ্ন দেখাও
ভাঙ্গো অবলিলায়
স্বপ্ন ছোবলে !


৯২.
সাত সকালে
ঘুম ভেঙ্গে যাই যে
হাইকু টানে !


৯৩.
পাখিরা  মগ্ন
অব্যক্ত বেদনায়
শরৎ শেষ !


৯৪.  
জীবন মূল্য
মুদ্রায় নিরূপণ
মরা সভ্যতা !


৯৫.
হেমন্ত কালে
চরম তাপদহ
গোস্বা পৃথিবী !


৯৬.
সভ্যের ছোবলে
সভ্যতা পদতলে
কদর্য প্রাণ !


৯৭.
জীবন এক যে
নাট্যমঞ্চ ইহকালের
শেষ মরণে !


৯৮.
তোমার চোখে
অপার মুগ্ধতা যে
হাইকু টান !


৯৯.
কার্তিক মাসে
অবিরাম বর্ষণ
নতুন ধারা !


১০০.
রাগ কেন ?
এই হেমন্ত দিনে
শিউলি ডাকে !


১০১.
কার্তিক ভোরে
মন মাতলো আজ
সিক্ত হৃদয় !


১০২.
শিউলি গন্ধে
ভোর আসে আনন্দে
জীবন ছন্দ ।


১০৩.
শিশির সিক্ত
শিউলি ভেজা পথ
সরল জীবন !


১০৪.
গ্রীষ্মের রোদ
নেয় বর্ষার শোধ
মাটি শুকায় ।


১০৫.
কালের খেয়া
ডুবছে দেখো ঐযে
নৈতিক ক্ষয় !



১০৬.
পৌষের টানে
গরিবের দারিদ্র
ধনী বিলাসী !


১০৭.
ধনীর কাছে
শীত স্নিগ্ধ হয় যে
নিঃস্বের জ্বালা !


১০৮.
গরিব মরে
মাঘের শীতলতায়
ধনী কম্বলে !


১০৯.
সবুজ মাঠে
কৃষকের প্রশান্তি
অল্প চাওয়া !


১১০.
শীতের শেষে
বিবর্ণ পাতায় রঙ
বসন্ত হাসে !


১১১.
একটা পাখি
উড়ে যায় আকাশে
সাথীর খোঁজে !


১১২.
সন্তান মরে
মায়ের বুক শূন্য
ঝাঁপসা চোখ !


১১৩.
পুঁজিবাদীরা
এ সমাজের শত্রু
বৈষম্য শুধু !


১১৪.
গ্রীষ্মের চেয়েও
প্রখর সুন্দর তুমি
তুলনাহীন !


১১৫.
জীবন মূল্য
কমছে ক্রমাগত
প্রযুক্তি ছোঁয়া !


১১৬.
শিশির পড়ে
ঝিকমিক রদ্দুরে
ছোট জীবন !


১১৮.
বর্ষার তালে
ময়ুরী নাচেরে ঐ
কোথায় তুমি !


১১৯.
খর বায়ু ঐ
বয়ে যায় উত্তরে
গরিব মরে !


১২০.
শীতের বার্তা
উত্তরী শীতল বায়ে
ভীত গরিব !


১২১.
শৈত প্রবাহে
জনজীবন অস্হির
পুঁজিবাদেও !


১২২.
বালুর চর
ধু ধু প্রান্তর এক
শূন্য হৃদয় !


১২৩.
সাম্রাজ্যতন্ত্র
ডাকাতিতন্ত্র এক
বিদ্রোহ কর ।


১২৪.
সাম্রাজ্যতন্ত্র
ডাকাতি সমতুল্য
অস্থির বিশ্ব !


১২৫.
হেমন্ত জানে
বিকেলের মৃত্যু কী ?
নির্মম আয়ু !


(উলম্বন ) হাইকু - ১২৬
(Abu Jafor Sikderভাইয়েরটা দেখে আমারও ইচ্ছে হলো )


পোলার বাপ
খায় মুরগির চপ
পিরীতের জম
কাজ কাম করে কম ।


হাইকু - ১২৭
হেমন্তের আকাশ এক
শরৎ শুভ্রতায়
পবিত্র প্রাণ !


(আনুভূমিক )হাইকু - ১২৮
জীবন মূল্য  কমে যায় ক্রমশ  সভ্যতা বিষে


১২৯.
কপৌল ভিজে
কপালের স্বেদাদ্রে
শ্রমিক শ্রেণি !


১৩০.
অসহায় মানবতা
কাঁদছে প্রতিক্ষণে
বিধাতা স্তব্ধ !


১৩১.
ঘোর আঁধার
বিশ্বময় যাতনা
চন্দ্রগ্রহণে!


১৩২
লাভের ধান
টিয়া খেয়ে চলেছে
শ্রম বঞ্চনা!


১৩৩
মৃত্যু মিছিল
নৈতিকতা গঙ্গায়
বিচারে মঙ্গা!

১৩৪
বৈশাখী মেঘ
হাওয়ায় ওড়ে
নিঠুর ছলে!


১৩৫
শিউলি ঝরে
শিশিরের মতোই
কষ্টেও সুখ !


১৩৬
শিউলি ভোর
উত্তরীয় বাতাস
দরিদ্র কাঁপে !


১৩৭
বৃক্ষের শাখে
বসন্তদূত কাঁদে
ব্যথিত চিত্তে!


১৩৮
চাঁদের হাসি
ম্রিয়মাণ আজ
মেঘের ছায়ে।


১৩৯.
ঐ যে পাহাড়
নিশ্চুপ, নেই গর্ব
তবু বৃহৎ!


১৪০.
লালচে দাগ
আকাশের কোণে
ভোর হয়েছে।


১৪১.
রোজার মাসে
বরকতময় ধারা
জীবন হাসে।


১৪২.
জীবন হাসে
বাঁশ পাতার মতো
স্বল্প আয়ুতে!


১৪৩.
প্রভাত আলো
দেখা যায় নিত্যই
আদত বিধি !


১৪৪.
গভীর রাত
মেঘ ঢেকেছে চাঁদ
নিরব ব্যোম!


১৪৫.
আঁধার রাত
কেটে যাবেই যাবে
আলোর ভারে।


১৪৬.
হাইকুু জাগে
হাইজিন জাগলে
মজার কথা!


১৪৭.
বনের বাঘ
থাকলে মনমাঝে
হৃদয় মরে!


১৪৮.
নিঝুম রাত
আঁধারের সুড়ঙ্গ
বোধ দংশায়!

১৪৯.
মন ময়ুর
নাচে সারাক্ষণই
বাদল দিনে।


১৫০.
আড়াল ঘর
ভেঙ্গে ফেল আজই
ভুবন ডাকে!

১৫১.
যৌবন ডাকে
বাহির হ'রে মন
দেশের তরে।


১৫২.
বীর সেনানী
শুনরে কানপেতে
হৃদয় হাঁক।


১৫৩.
কদম ফুল
ডাকে আয়রে আয়
শ্রাবণে ভিজে!


১৫৪.
ঘাসের শরীরে
ঝকমকে শিশির
কবিতা ডাকে।


১৫৫.
বর্ষার ফুল
শাপলা ও শালুক
চোখ জুড়ায়!


১৫৬.
শ্রাবণ জুড়ে
মেঘের গর্জন
স্বৈর শাসন!


১৫৭.
মৃত্যু আঘাতে
জর্জরিত রবিদা
কাব্যে প্রকাশ!


১৫৮.
সূর্যের মুখ
আগুনের গোলা এক
দোজখসম!


১৫৯.
সেরা আশ্রয়
মা'র আঁচল কোণ
জানের জান!


১৬০.
বকুল যুথী
গন্ধ বিলায় রাতে
প্রকৃতি স্নেহ!


১৬১.
পালাবদল
ঋতুর হেয়ালীতে
খেয়ালী কাব্যে!


১৬২.
বাজে মৃদঙ্গ
হৃদয় মাঝে তব
মরণ খেলা!


১৬৩.
পূব আকাশ
নীলাভ রঙের খেল
পুয়াতি কালে!


১৬৪.
বেদনা বোধ
হৃদয় মাঝে জাগে
শরীরে ঘুন!


১৬৫.
জীবন ছায়া
ফুটে আছে আড়ালে
গোধূলি বেলা।


১৬৬.


বাপরে বাপ
এ্যাটম বোমা বাপ
জাপান স্বাক্ষী!


১৬৭.


ঠান্ডায় কাতর
মধ্যরাতের প্রেম
আশ্বিনা বৃষ্টি ।


১৬৮.
জীবন ধারা
শান্তিময় ভূবনে
সরল চিন্তা!


১৬৯.
বিত্ত বৈভব
অশান্তির আধার
লীন পান্ডে!


১৭০.
মাথায় তাজ
অশোভন আচারে
সুশীল মৃত!


১৭১.
সুন্দর চাঁদ
পাতায় বড় ফাঁদ
বোকা মানব!


১৭২.
সাদা আঁধার
কালচে জীবনবোধ
পানসে স্বাদ!


১৭৩.
শিউলি তলা
অনুপম নিস্বর্গ
তাসের ঘর!


১৭৪.
তাঁতের খটখটি
বিলীন দেশজুড়ে
যন্ত্র সভ্যতা!


***নামের হাইকু
১.
সুবর্ণলিপি
জ্বলজ্বলে নাম এক
প্রিয়ংবদা!


২.
গাজী ভাই এক
প্রেমজ ভাবনাধারী
শিশুর মন!


৩.
আবু জাফর
রূপক কবিয়াল
মনের মানুষ।


***হাইকু ( প্রসঙ্গ - নজরুল)


১.
পুরুষ কাঁদে
নজরুলের গানে
অনন্য কবি!
২.
শোষিত বিশ্বে
নজরুলের গান
অতি জরুরি!
৩.
দ্রোহের কাব্যে
নজরুল অনন্য
বিদ্রোহী কবি!


৪.
বিদ্রোহী রূপ
কবিতায় ও কর্মে
সে নজরুল!


৫.
বিষের বাঁশি
দোলন চাঁপা
দুখুর কাব্য!


৬.
নজরুল সে
নিজে পুড়ে অঙ্গার
প্রেমের রাজ্যে!


৭.
কাব্যে ও গানে
সাম্যবাদের সুর
এক নজরুলে!


৮.
দ্রোহ ও প্রেমে
ঘুম জাগানি গান
ধুমকেতু সে!


৯.
স্বনামধন্য
নজরুল কবি দা
জগৎ খ্যাত!


১০.
নজরুল চিন
মানবতা শিখবে
বিদ্রোহী কবি!


***
রুগ্ন চেতনা
মাতাল, ন্যাংটো কৌশল
ছিনলি প্রেম!


****
****
প্রেমের স্বাক্ষী
মাথিনের সে কুপ
আবেগী মৃত্যু!


****
বিরহ ব্যাথা
সমুদ্র নীল জল
মাথিন কুপ!


****
ধীরাজে লীন
রাজকন্যা মাথিন
এক আখ্যান!


****
একলা চাঁদ
জেগে থাকে আকাশে
অন্যের তরে।


****
জল প্রপাতে
জমিনে নদী বয়
পর্বত কান্না!


****


ভিতর কাঁদে
বাহিরে হাহাকার
অসহায় মা!


****


পুরানো শার্ট
ছেঁড়া জুতো পরনে
অদম্য বাবা!


****
শরৎ কাল
শাদামেঘের আকাল
অশনিকাল!


****


অন্য শাব্দিক
গভীর জীবনবোধে
সৎ ভাবনা!


****
কবি অসুস্থ
কবিতা ক্রন্দনশীল
আল মাহমুদ ( মাহ+মুদ)


***
গভীর রাতে
শিশিরে ভিজে ঘাস
অনুপ সৃষ্টি।


***
নোয়ানো মানে
তোষামোদ করা না
শ্রদ্ধাবনত।


****
গ্রীষ্মকালীন হাইকু
***
খরা জমিনে
কৃষকের প্রমোদ
ঢের ফলন!


**
জমিতে রোদ
ধানের শিষ ঝলকে
কিষাণী হাসে!


**
সোনালি ধানে
চাষীর রক্ত ঘাম
পোদ্দারের লাভ!


**
বিজলীর ডাক
বৈশাখী মাতলামি
দরিদ্র ডরে।


**
হঠাৎ বৃষ্টি
পাকা ধানের ক্ষতি
চাষীর কান্না!


**
মাথল মাথা
রক্তঘামে ক্লেদিত
সোনালী ধান।


**
সোনালী ধান
মহাজন খুশি
আতঙ্কে চাষি!


**
কৃষক মাঠে
বুকের ছাতি ফাটে
পোদ্দার হাসে।


**
কাঁঠাল ঝুলে
গাছের মটকাই
তৈলাক্ত মোচ।


**
বাঁশ বাগানে
কড়কড়ানি শব্দ
বৈশাখ মাস।


**
ঝড়ো হাওয়া
আম পড়েছে নীচে
অমৃত স্বাদ!


গ্রীষ্মকালীন আরও পাঁচটি হাইকু
**
কড়ুয়া নভ
ভজকটে মানুষ
আসছে ফণী!


**
চরম তাপে
পুড়ছে লোকে পাপে
প্রখর গ্রীষ্ম।


**
আতংকে চিত্ত
তিগ্ম গগন নিত্য
ক্লেদিত ভৃত্য!


**
ফণীর ফণা
ছুটছে দিগ্বিদিক
আশঙ্কা মনে।


**
কালো আকাশ
নাভিশ্বাস অন্তরে
বৈরী প্রকৃতি!


সমকালীন হাইকু
**
লক্ষ বেকার
বাবা নির্বিকার
নৈতিক ক্ষয়!


**
লাল সবুজ
আজাদীর বারতা
নৈতিক যুদ্ধ!


**
লাল কাপড়ে
শ্রমিক পরিবৃত
পহেলা মে!


**
মে দিবস
কুট্টিত শ্রমিক
জন্মই পাপ!


**
মে দিবস
নির্যাতন কমেনি
বিবশ শ্রমিক!


পাঁচটি হাইকু


**
হঠাৎ বৃষ্টি
ঝুমঝুম শব্দ
রহম ফোঁটা!


**
অজানা ভয়
তাড়ায় বর্তমান
বিষন্ন মন!


**
বাবার ছায়া
আগলাই বিপদ
অনঘ মন!


**
পোড়া হৃদয়ে
প্রশান্তির পরশ
মায়ের দোয়া!


**
লাখো সালাম
হে মাহে রমাদান
বিদায় বেলা!

হাইকু
*বাসন্তিক প্রেম


**বসন্ত বাতাস
বয়ে যায় শরীরে
নিমগ্ন কাব্যে।


**সিন্ধু উত্তাল
ঘূর্ণি ঝড়ে মাতম
বকে দাঁতাল।