চুল নেই তবু বেঁধেছি ঝুঁটি
বাল্যবন্ধুর বিয়োগ ব্যথা
চেপে ধরেছে আমার টুটি।
জানিনা আর ক'দিন আছি
সোনার বাংলার খাঁটি মাটি
ছাড়তে চাইনা কোনদিনই
তবু একদিন এ বাংলা
আমাকে দিবে চির ছুটি।
একাল ওকাল মহাকাল
এসেছে এ জগতে
জীবন নিয়ে সংশয় কাটে না
কারোরই কোনমতে।
এসেছি ষখন যেতে হবে চলে
করেছি যত ভুল বা অন্যায়
আগেই ক্ষমা করে দিও বন্ধু
জেনেশুনে বা কোন অজ্ঞাত ভুলে।
জীবন আছে এখনো
ফেলি শ্বাস, আশাও আছে কিছু
যতক্ষন আছি ছুটবো ন্যায়ের পিছু।
শুধু এটুকু জানি ও মানি
এ জগতে যত ফুল
তত ভুল।
তাই ভুলে ভুলে কেটে যাচ্ছে এ মহামান্য জীবন
কোন মানুষই ভুলের উর্ধ্বে নয়
ভুল হতেই পারে একথা রেখো স্মরণ।


#বেনাপোল
৩০ /০১/২০২১
ছবি ঋণঃআমার কন্যা হান্না
ঝুঁটিও বেঁধেছে সে।