একটি অরাজনৈতিক কবিতা ( প্রতিবাস্তব)


খাটে ঘুমায় ঘুম
মাঠ, ঘাট সব নিঝুম।
কাট ফাটা গরমে শীতের আমেজ
গণতন্ত্রের পিঠে ব্যাটা রাজা গোমেজ।
হাড়ভাঙা শীতে গরমের দাপাদাপি
বাসন্তিক বাতাসে জৈষ্ঠের তাপ মাপি।
রাস্তায় গাড়িগুলো চালে রাজনৈতিক চাল
উল্টোপথে চলে মানেনা পুলিশি হালচাল।
আমি স্বপ্নে দেখি বিল গেটস এর টাকা
বাজার গিয়ে দেখি ওয়ালেট পুরোটা ফাঁকা।
শিক্ষিত সমাজের আজ করুন দশা
নিত্যদিনই খায় নামি-দামি জুতোর ঘষা।
মাষ্টার মশায়েরা মাঠে যায় গরুর পাল লয়ে
রাখাল গুলো সব পড়াতে যায় বিদ্যালয়ে।


#বেনাপোল
০৬/০৬/২০২১