বৈশাখী ভরদুপুরে আকাশ অগ্নুৎত্তাপে উত্তপ্ত
ঝড় নেই , বৃষ্টি নেই -
তবু বুকের ভেতরে বয়ে যাচ্ছে কালবৈশাখী
পাখিরা নেমে পড়েছে গাছে গাছে ,
জমিন ফেটে যাচ্ছে খরতাপে :
হাওরের মানুষের বুকের জমিনও ফেটে যাচ্ছে ,
তবে খরতাপে নয় পাহাড়ি ঢলে ।
এ ফাটল দেখা যায়না জমিনের মত
এ ফাটলে শুধুই নিঃশব্দ হাহাকার ।
প্রিয়তম , আমার বুকের জমিনে যে ফাটল
সেখানে নিঃশব্দ হাহাকারের সাথে নদীর পাড় ভাঙার বিভীষিকা ।
চারপাশে ফাটল আর ফাটল
খরতাপে ফাটল
ঢলে ফাটল
বিরহে বুকের জমিনে ফাটল ।


বেনাপোল
১৩ বৈশাখ , ১৪২৪
২৬/০৪/২০১৭