এখানে সকাল নামে না
নামে না কোন শুভ্র বিকাল
রাত নামে বোমার শব্দে
সকাল ও বিকালে নামে
ইযকোভিডের আতংক।
এখানে করোনা নেই
আছে বাইডেন
আছে নেতানিয়াহু
আছে কলঙ্কিত আরবীয়
রাজরাজড়ার লোভাতুর দৃষ্টি।
যে শিশুটি তার নাম জানেনা
অথচ জানে মিসাইল বা
ভারী কোন অস্ত্রের নাম।
সারাদিন রক্তাক্ত লাশ দেখে
ভুলে যায় ঈদের চাঁদের কথা।
এখানে তো ঈদের চাঁদ উঠেনা
উঠে ক্ষেপণাস্ত্রের আঁকাবাঁকা ধোঁয়া।
হায়! আল আকসা
আল আকসার মিনার হয়ে উঠে
বোমার ধোঁয়ায় ঝাপসা।
এখানে কেয়ামত শুরু হয়েছে
সে কবে থেকেই, চলছে নিরবধি।
জীবন আছে, মরণের থেকেও কঠিন
এখানে কেয়ামতের স্বাদ আছে
বুঝে শুধু ঐতিহাসিক গাজা ও ফিলিস্তিন।


#বেনাপোল
১৯/০৫/২০২১