কবিতা আমাকে ঘুমাতে দেইনা
সারারাত কবিতার ঘোরে কাটে,
বাঁধ সেঁধেছে
হেমন্তের শেষের দিনগুলো
হিম শীতল রাত হয়ে উঠে
হেরেমের সুন্দরীর নগ্ন হাত ;
দুচোখের পাতায় আলতোভাবে স্পর্শ করে।
ঘুম যেন চকলেটের মত হয়ে আসে
ধীরে ধীরে ঢলে পড়ি স্বপ্নঘোরে
অচেতন হয়ে পড়ি সহসাই।
হেমন্তের শেষদিকে
কবিতাঘোর ও ঘুমঘোর যুদ্ধ বাধিয়ে দেয়,
সে যুদ্ধে অবতীর্ণ প্রিয়ংবদা প্রিয়তমা থাকে আমারই বুকের মধ্যে
আমি হয়ে যাই
কিংকর্তব্যবিমুঢ়।
কিছুই করার থাকেনা তখন আমার
কবিতা লেখা থামাতে চাইলেও পারিনা
হেরেমের সুন্দরীদের মতো
শীতের সুন্দরী নারীদের থামাতে পারিনা
একদিকে শীত সুন্দরী হাত, অন্যদিকে প্রিয়তমার অনুশাসন
ঘুমাও, ঘুমাও বলে মাথায় হাত বুলিয়ে দেয়
আমি পরাজিত হয়
জিতে যায় হেরেমের সুন্দরীদের মত হীম শীতল হেমন্তের হাত,
জিতে যায় আমার প্রিয়তমা।
কবিতা হার মানেনা শুধু
অতি সংগোপনে চালিয়ে যায় আমার সাথে তার গোপন অভিসার
এ কবিতাটি তার-ই ফসল।
#বেনাপোল
০৬/১২/২০২১