চোখ বুঁজে আসছে ঘুমে
মধুর স্বপ্নের লাল নীল চুমে
বাঁধ সেজেছে উদরাময়
নির্ঘুম রাত, নেই কোন উপায়।


ঘুমেও বাধা
বুঝে দেখো দাদা
শুদ্ধাচার চর্চা নেই একেবারেই
কুজ্ঝটিজালে সব ফকফকে সাদা
বুঝেছো তো নিশ্চয় দাদা।

বমি ভাবটাও খুব বেশি
ভিতরে স্টোমাক ফ্লু তাও বেজায় খুশি
বিছানা ছাড়িয়েছে সবে
শীতের ঠান্ডা জল দেয় ফিকফিকে হাসি।


বুঝেছো দাদা নিশ্চয়
শুকিয়ে কাঠ হয়েছে বুকের জমিন
চালধোয়া পানির মত দাস্ত
জীবনীশক্তি করে চলেছে ক্ষয়
কি! বুঝেছো দাদা নিশ্চয়!


হেসে হেসে কহেন দাদা
ভয় পাচ্ছিস কেন রে গাধা
সামনে তাকিয়ে দেখ তবে
দেখবি, সব রঙ ফকফকে সাদা।


#বেনাপোল
১৩১২২০১৮