ঘৃণা করতে পারিনা কাউকেই
এটা আমার অক্ষমতারই অংশ
আজন্মই বঞ্চিত হয়ে এসেছি
কারো কাছে কিছু পাবো বলে
প্রত্যাশাও ছিলনা কখনো
তালি দেওয়া প্যান্টেই কেটেছে সোনালী শৈশব
শৈশব আনন্দ , সেখানেও ছিল অসংখ্য তালি
যে জীবনে সবখানেই জোড়া আর তালি
তার , তোমার কাছে চাওয়ারই বা কি আছে ?
আমি তো শুধু ভালবাসতেই শিখেছি
শুধু দিতেই শিখেছি
কিছু নিব বলে আমি কাউকে ভালবাসিনা
ঘৃণা করব বলে কাউকে ভালবাসিনা ।
ঘৃণা যদি করেও থাকি
সেটাও ভালোবাসার ছলে !


বেনাপোল
০২/০৬/২০১৭