কোন পশু - পাখি পচাৎ করে
হেগে দিলেই তো হবে না ;
পশুর গু অথবা পাখির গু
মানাই না তো মোটেও ।
মানুষরূপী অং সং সুচির গায়ে
এ ইতর প্রাণীর গায়ে
বরং পচাৎ করে হেগে দিক
কোন রহিঙ্গা নির্যাতিত শিশু অথবা
প্রাণ প্রিয় সন্তানহারা কোন মাতা বা পিতা
পচাৎ করে হেগে দিক বা হিসহিস করে মুতে দিক !
যার হৃদয় নেই
যার মন নেই
যার অন্তর মানুষের জন্য কাঁদে না
মানুষের ব্যথায় যার কপাল আদ্র হয়না
সে তো নিশ্চয়ই একটা পশু অথবা ইতর প্রাণি ।
আর সেই পশুর মুখে , সেই গণশৌচাগারে
মানুষের হেগে - মুতে দেওয়ায় শ্রেয় ।


বেনাপোল
২৩/১১/২০১৭