হামার পঁহাত ব্যালার কথা
মনে প্যড়ে,
হামার এক মুলবি ছিল
মান্নান ভাই,
হামি তাকে হুজুর কহিতুন।
খুব ঠ্যাঁড়া ছিল হামার সে হুজুর
আরবি পড়তে য্যাতুন
খুব বাহাত্তারা ছিনু
পালিয়ে য্যাতুন না পড়্যাই।
হামার মা খুব গ্যাল দিত
এখন আর দ্যাইনা
কনুরকুমে হ্যাঁইটা চইল্যা ব্যাড়ায় এখন।
মোবাইলে কথা কহিলে ব্যাটা ও ব্যাটা কহিতে থাকে,
হামার চোখ ভিজ্যা যাই।
মান্নান হুজুর খুব ভালোবাসতোক হামাকে
তার কাছে ফাইভের অংকও শিখ্যাছি ;
তার কথা মনে পড়লেই হামার এখন খারাপ লাগে।
পঁহাতের কথা মনে করলেই হামার কালাইয়ের উটির কথা মনে পড়ে।
মন ক্যামন ক্যামন করে খালি,
বাগুনের সানার স্বাদটাই ছিল
মুখে ল্যাইগা থাকার মতন
হামি সেইটা এখুনো ভুলতে পারিনা।
হামার আরও ম্যালা পঁহাতের কাহিনি আছে
হামি আর ল্যাখতে পারছিনা
চোখ্খে পানি চ্যইল্যা আসছে
আর একদিন কহব হামার পঁহাতের কথা
আ্যাজ থ্যাকগ্যা
হামি এখুন হামার কাম করিগ্যা।


#চাঁপাই_নবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় লিখা


#বেনাপোল
০৩/১২/২০২০