হেমন্তের শেষকালে আমার জন্ম
তাই হৈমন্তিক আলস্য আমাকে গ্রাস করে প্রতিমুহূর্তে।
ঘুম চোখে দেখি হেমন্তের বিকালের স্বল্প আয়ু
নিমিষেই শুরু, নিমিষেই শেষ।
হেমন্তে আমি অস্থির হয়ে যায়
মৃদুমন্দ বাতাস আমাকে ক্ষণস্থায়ী জীবনের কথা মনে করিয়ে দেয়
মৃত্যু আমাকে ডাকে বারেবার
চির আলস্যে নিমজ্জিত করার জন্যে।