১.*বুকের ভিতরের ক্ষত একদিন শুকিয়ে যায়
হৃদয়ের ভিতরের ক্ষত শুকায়না
অথচ বুকের মাঝেই থাকে সে হৃদয়।


২.*বুকের ভিতরে খুব বেশি হলে একজনের জায়গা হয়
বুকের ভিতরেই থাকে যে হৃদয়
সেই ছোট জায়গাতেই ধরে
অগণিত মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি
সব আবেগ, অনুভূতি ও পাষাণ প্রাচীর ভার।


৩.*বুকের পাঁজর ভাঙ্গলে দেখা যায়
ব্যথার ঔষধে ব্যথা নিরাময় হয়
হৃদয় যখন ভাঙ্গে
দেখা কী যায়?
নিরাময়ের ঔষধ আছে কী?
হাড় ভাঙ্গলে ক্যালসিয়ামে হাড় জোড়া লাগে
হৃদয়ে ক্যালসিয়াম নেই, জোড়াও লাগেনা
আমৃত্যু খানখান হয়ে থাকে।


৪.*কাঁদলে চোখ অশ্রুসিক্ত হয়
হৃদয়ের গভীরে ক্ষত হয়
তবে পুঁজ রক্ত ছাড়া।
হৃদয় বিহীন মানুষ হয়না
তবু হৃদয়হীনতায় পুড়ে আরেক হৃদয়।


বইঘর
#বেনাপোল
২১/০১/২০২০