পাক্কা তিরিশটি বসন্ত পার করে
তোমাকে পেয়েছিলাম
এটা দৈবঘটনা না হলেও অদৈবিক ছিলো না
চিনি ছাড়া চায়ে যেমন হঠাৎই তৃপ্তি মিলে ঠিক তেমনটাই।
তুমি আছো, আমিও আছি এখনো কাছাকাছি
দালানের মাঝে যেমন থাকে লৌহ ;
এবং পুরো কাঠামোটি আঁট হয়ে থাকে।
তুমি আছো আমার রন্ধ্রে রন্ধ্রে
তা-ই তো -
চোখের কোণে ফোঁটা জল
চিকচিক করে অপার আনন্দে।


#বেনাপোল
১৬/০১/২০২২
©মোঃ আব্দুল হাফিজ