মা'য়ের ওপর চড়াও হচ্ছো,
সেবার বদলে কষ্ট!
প্রতিনিয়ত জাহান্নাম কিনছো।
কোন একদিনও কি মায়ের পা টি ছুঁয়ে দেখেছো,
কত শান্তি ওখানে?
কোথায় শান্তি খোঁজ তুমি?
আকাশপাতালে, জমিনে বা জলরাশিতেঃ
কোথাও পাবেনা,
শুধু অনুতাপে পুড়ে মরবে
এত পুড়ে কি লাভ?
একটিবার ভেবেই দেখো না
সারাদিন আল্লাহ আল্লাহ করছো
মাথা ঠুকে কপাল ফোলাচ্ছ
কি লাভ?
বেহেশত খুঁজছো তুমি অনিশ্চয়তার আঁঁধারে -
অথচ, তোমার সামনেই বেহেশতের আলো
ঝলমল করছে
ঠিকরে পড়ছে তোমার ফোলা কপালে।
চোখ থেকেও তুমি অন্ধ, এতটা অন্ধ কেমনে হলে ;
একফোঁটা দুধের দাম দিতে পারবে তো
পারবেনা, বিল গেটসের মত ধনী হলেও।


#চাঁপাই_নবাবগঞ্জ
০২/১০/২০২০