অতঃপর ঈদ এলো
সবার ঘরে ঘরে আনন্দ
নতুন জামা কাপড় পরে ঈদগাহের দিকে ছুটবে সবাই ।
শুধু রাজনের ঈদ ধুলো মাটিতে মিশে গেল ।
সেই সাথে আনন্দ শোকে পরিণত হলো তার বাবা-মায়ের ।
রাজনকে হত্যা করা হলো পিটিয়ে
একফোটা পানিও দেওয়া হয়নি তাকে।
একবিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর ছ'মাস
আর রাজনের জন্য হয়তো বা আর মাত্র একদিন ।
সবাই ভুলে যাব মৃত রাজনকে
ভুলে যাব অসংখ্য অনিরাপদ জীবিত রাজনদের ।
আমি রাজন হত্যার বিচারের আগে অসংখ্য রাজনদের নিরাপত্তা চাই।
বেনাপোল
১৭/০৭/২০১৫