১.
অঝরে বৃষ্টি ঝরে
ব্যাপকহারে সংক্রমণ
পাতার মতো মানুষ মরে
করোনার নিঠুর আক্রমণ।


২.
উঁচু যা, অহংকার তার
পতন হয় ক্ষণিকেই
পতিত যা, নিরহংকার সে
পতন হয়না কোনকালেই।


৩.
বড় গাছে বেশি ঝড়
ভেঙে যায় সহজেই
ছোট গাছে মৃদু বাতাস
পায়ে মাড়ে অচিরেই।
৪.
কোন হাত নেই, নেই ক্ষমতা
'মৃত্যু' সবার জন্যই সমতা
সকলের মৃত্যুর স্বাদ একই
সে সময় নেই কোনই মমতা।


#বেনাপোল
১৪/০৬/২০২০