#জয়_হোক_মানুষের_জয়_হোক_কবিতার


প্রায় তিন বছর হলো
বাংলা কবিতার কবিতার আসরে আছি
অতি ব্যস্ততার মাঝে দু'কলম লেখার চেষ্টা করি
কবিতা হয় কিনা এটা পাঠকের বিচারের ব্যপার
কবিতা হোক আর নাই হোক
আমি লিখে যাই এবং লিখতেই থাকবো আমৃত্যু
এর-ই মাঝে কবিতার মন্তব্যকারী এক কবির মন্তব্যে হৃদয় জুড়িয়ে গেল
তিনি বললেন আপনার লেখনি সুন্দর
এভাবেই তার সাথে আমার হৃদতা ও বন্ধুত্ব
তিনি কবি শহীদ খাঁন
এসবে আমি পাত্তা দিইনা বললেই চলে
কিন্তু তার কন্ঠে যে আবেগ ছিল
তা একজন মানুষের আবেগ
তিনি একজন মানুষ
মানুষ!  
মৃত্যুঞ্জয়ী একজন মানুষ
ভাল্ব নষ্ট হয়ে যাওয়া একজন অদম্য মানুষ
এবং বলতেই হয় একজন কবি
তার কবিতা আমি পড়েছি
তার কবিতা আমি পড়েছি ও বুঝতে চেষ্টা করেছি
তার কবিতায় আছে সত্য ও ন্যায়ের কথা
তার কবিতায় আছে মানবতার কথা
তার কবিতায় আছে মানুষের কথা
তিনি একজন মানুষ
তিনিও হয়তো কোন এক নারীকে ভালোবেসেছিলেন
সেই নারীও ছিলেন একজন মানুষ
তিনি একজন নারীর ঘর করছেন সেও একজন মানুষ
একজন মানুষের প্রেয়সি নারীও একজন মানুষ  
একজন প্রেমিক স্বামীর প্রেমিকার জন্ম দেওয়া এক কন্যা সন্তানও মানুষ
শিশু থেকে বৃদ্ধ এবং নর-নারী সকলেই মানুষ
তিনি এখন হাড্ডি কঙ্কালসার একজন মানুষ
একটি ভাল্বহীন মানুষ এখনো বেঁচে আছেন তাও মানুষের জোরে
মানুষ বেঁচে থাকে এক কিঞ্চিৎ আশা নিয়ে
শক্তিহীন তবু তিনি লিখে যান
ক্লান্তহাত, তবুও লিখে যান
তিনি অদম্য, তিনি একজন কবি
এবং তিনি একজন মানুষ
এ মানুষ কবিই নিদ্রা যাবেন, চিরনিদ্রা
তখনও মানুষের লাশ, বেঁচেে থাকাকালীন একজন লড়াকুর লাশ
কাঁধে উঠবে কয়েকজন মানুষেরই কাঁধে
মানুষ মানুষের তরে
মানুষ মানুষের তরে
মানুষের জন্য কবিতা
কবিতা মানে জীবনের এক কিঞ্চিৎ আশা
কবিতা হয়ে উঠে মানুষের নষ্ট হয়ে যাওয়া একটি ভাল্বের বিকল্প
জয় হোক মানুষের
জয় হোক কবিতার।


#বেনাপোল
২০ শ্রাবণ, ১৪২৫
৪/০৮/২০১৮