চৈত্রের খরায়
কিছুটা বেড়েছে বাতাস
ঘুর্নিতে ভিমরি খেয়ে
পা থেকে সারা গায়ে ধুলা ছড়ায়।


চৈত্র শেষে আসবে বৈশাখ
ঘুর্নি বায়ে ঊর্ধমুখি হবে ধুলো
নিম্নে এসে বাজাবে আবার শাঁখ।


আশায় আছি, কবে হবে বৃষ্টি
মুক্ত হবে অসহায় মানুষ
ধুলামুক্ত কর্মক্ষেত্র হবে সৃষ্টি।


তবে অঝোর বৃষ্টিতে যদি মুক্ত হয় ধুলা
ধুলা হবে কাদা, জমবে ড্রেনে
শুকিয়ে সে কাদা হবে আরও শক্ত
আর সেটিই হবে প্রকৌশলীর আশিসের মালা।


#বেনাপোল
২০/০৩/২০১৮