কবিদের ঈদ হয়
অন্যদের চেয়ে আলাদা।
ফারাকটা অনেক
কবিতা লিখতে না পারার কষ্ট
বইয়ের সাথে সংসার না হওয়ার কষ্ট
কবিদের কুঁকড়ে মারে।
হৈচৈ খানিকটা চৈচৈ হয়ে যায়।
আর আনন্দ!
সে তো জীবনানন্দের ভাঁটফুলে খুঁজে।
সংসারের ভার সয়ে যায় চোখ বুঁজে।
বিনয় মজুমদারের ভক্ত হৃদয় এক
কবিতা যার প্রাণ, 'র' বাদ দিলেই
নাম তাঁর কবি হয় ;
কবিতা লিখতে না পারার যন্ত্রণায়
আমি জানি -
তাঁরও বিদীর্ণ হয় হৃদয়।
কবিদের ঈদ এমন-ই হয়
খরস্রোতা নদীতে শ্যাওলা ভেসে যাওয়ার মতো,
উথাল পাথাল হাওয়ায় নৌকার পাল ছিঁড়ে যাওয়ার মতো।
কবিদের ঈদ এমন-ই হয়
জীবন যন্ত্রণাময় হলেও
সদাই হাসি মুখে রয়।
যেমন দেখেছি আমি 'র' বাদ দেওয়া কবি কে
যেমন ভাবে চিনেছি আমি অন্যমাত্রার কবি বিনয়কে -
এক, দুই তিন
অথবা বীজ-গণিতীয় সূত্রেও যার
হৃদয়ে কবিতা ছড়ায়।
তিনি আজ নেই, আছে তাঁর কবিতা
তাঁর কবিতাগুলো অন্য কবিদের পোড়ায়।


#ঈদ_মুবারক
১৪/০৫/২০২১