পাখিদের মৃত্যু কিভাবে হয়?
তারা কী তাদের মৃত্যুর খবর আগে জানতে পারে?
সচরাচর তাদের স্বাভাবিক মৃত্যু মানুষের দৃষ্টিগোচর হয় না কেন?
তারা কোথায় মরে।
কোথায় যায়?
পাখি নাহয় বাদ দিলাম।
মানুষ!
মানুষ যখন মরে
তখন কেমন ভাবে?
কেমন কষ্ট হয়?
মৃত্যুর স্বাদটাই বা কেমন?
কোন জীবিত মানুষ কি জানে?
মানুষ মারা গেলে কেউ না কেউ কাঁদে
কেউ সত্যি কাঁদে, কেউবা মেকি
পাখিদের কান্না দেখা যায়না
কাকের ক্ষেত্রে কিছুটা বুঝা যায়
কা কা কা করে চারিদিকে ছোটাছুটি করে
পাখিরা না কাঁদলেও মেকি কান্না নেই
মানুষ- ই কেবল মেকি আর ফাঁকি বুঝে
জীবজগৎ এর কেউই মেকি আর ফাঁকি বুঝে-না।
মানুষের মাঝেই মেকি ও ফাঁকি
তবু মানুষের মাঝেই মহত্ত্ব, মানুষই মহৎ হয়।


#বেনাপোল
৩১/০১/২০২০