কবিতাটি তার জন্য প্রযোজ্য
যে আমার থেকে অবিভাজ্য
যার সাথে প্রায়ই খুনসুটি
রাগ ঝাল ও মাঝে কথা কাটাকাটি
সে থাকে হৃদয়ে, টেনে নিই বুকে
অভিমান ভাঙাতে পর্বত ভাঙ্গি
অনুরাগে, ভালোবাসায় মরি ধুকে
কবিতাটি তার জন্য প্রযোজ্য
যে আমার সব ভুল করে সহ্য
সে আমার থেকে অবিভাজ্য
খুটিনাটি ভুল ত্রুটি সব খায় লুটোপুটি
রাগ করে বানায় আমার প্রিয় চটপটি
সব মান হয়ে মাটি
সে যে বড় খাঁটি
এ কথা অকপট সত্য
সে আমার মর্ত্য
থাকি যখন ভালোবাসায় কাছাকাছি
স্বর্গ সুখ ঘরের মাঝে করে নাচানাচি
কবিতাটি তার জন্য প্রযোজ্য
যার কথা ও কাজ খুবই নায্য
মন খারাপেও সে ধরে অসীম ধৈর্য
আমি তাকে হৃদয়ে রাখি
মাথায় নয়, বুকে ডাকে পাখি
কবিতাটি তার জন্য প্রযোজ্য
যে আমার থেকে অবিভাজ্য
দেহে মনে ও আত্মায়
যতই হোক রাগ ঝাল খুনসুটি
ভালোবাসায় ও প্রেমে নেই ভ্রুকুটি
পরে দু'জনেই হেসে কুটো কুটি।
কবিতাটি তার জন্য প্রযোজ্য
যে আমার থেকে অবিভাজ্য
থাকি এক আকাশে শুভ্রতা নিয়ে
বাঁচতে চাই, মরতে চাই তার-ই হয়ে
শুধু মর্ত্যে নয়, যেদিন হবে জগত লয়
সে দিনও পেতে চাই তাকে হৃদয়ে
তাকে নিয়েই প্রেম হোক অমর অক্ষয়


২৭/০৩/২০২২
#বেনাপোল