করোনার আরো কয়েকটি রূপ আবিষ্কার হয়ে গেল,
ঈদ করোনা,ফেরি করোনা, ভারতীয় করোনা।
এমনকি রাজনৈতিক করোনাও অনাবিষ্কৃত রইলো না।
মাঠ,ঘাট ও বিশ্বচরাচর দাপিয়ে বেড়াচ্ছে এ করোনা।
মাস্কগুলো ঝুলতে থাকলো থুতনিতে
আর রাজনৈতিক করোনা দ্রুতগামী স্পামের মতো ছুটতে লাগলো।
প্রত্যেকটা জীবিত স্পাম রেফার করে দিল
অন্যান্য স্পামগুলোকে।
জ্যামিতিক হারে বাড়তে থাকলো এই প্রাণঘাতী করোনা।
অবশেষে পরিসংখ্যানবিদ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মতো
ছড়িয়ে গেলো সারাদেশে।
আতংক নামতে শুরু করলো মানুষের নিউরনে নিউরনে।


#বেনাপোল
২১/০৫/২০২১