সার্কাডিয়ান রিদম - এ অভ্যস্ত হয়ে গেছি আমি
নীল রশ্মি চোখে আসে, আমার শরীরে সংকেত পাঠিয়ে দেয়,
এখন রাত, অতএব ঘুমাতে যাও।
তোমার দেওয়া কঠিন কষ্ট বুকে জমাট বেঁধেছিল একদিন
ঘুম হারিয়েছিল বহুমাত্রিকতায়,
এখন জমাট কষ্ট আছে, তবে রেজিস্টেন্ট হয়ে গেছে
জীবানুপ্রতিষেধক যেমন ভাবে দেহে এন্টিবডি তৈরি করে
কষ্ট রুপান্তরিত হয়েছে সুখের অসুখে।
কষ্ট, ঘুম বা কোন আচানক কোনকিছুরই
আমার সাথে পাল্লা দিতে পারে না।
তুমি একটা সময় ছিলে, এখন নেই
শরীরবৃত্তীয় অস্তিত্ব নেই
আছে মনোবৃত্তিসম্পন্ন এক কাব্যিক জগত।
তুমি নিশ্চিহ্ন হয়ে আমাকে দিয়ে গেছো
এক অনন্য প্রেমময় জীবন।
আমি তাকে আঁকড়িয়ে বেঁচে আছি দিব্যি
ভালোবাসার অন্ত নেই, সাথে আমার ভিতরে বপন হয়েছে কবিতার বীজ।
আমার জীবনটা এখন
সার্কাডিয়ান রিদমের মধ্যেই যাচ্ছে,
তোমাকে ধন্যবাদ দেওয়া যায় কি?
অপার কৃতজ্ঞতা তোমার প্রাপ্য।
আমি ধন্য, তোমাক না পেয়েও
আমাকে ছেড়ে, অনন্য এক একটি স্টানজা
উপহার দেবার জন্য।
আমার জীবনে তুমি নেই, দিয়ে গেছ এক অগ্নি মুকুট
নার্গিস যেমন কবি নজরুল কে দিয়েছিল অগ্নিবীণা।
আমাকে দিয়েছো এক রহস্যময় কাব্যিক জগত
আমি বেদম সাঁতরায়;
এবং আমি ভীষণ ভালো আছি
শরতের শুভ্রতা নিয়ে দারুণ আছি।
তোমাকে তাই কৃতজ্ঞতা জানাই
কৃতজ্ঞতা-ই তোমার প্রাপ্য।
#বেনাপোল
৩১/০৮/২০২১