আজ থেকে ত্রিশ বছর আগে বেতারের প্রচলন ছিল।
মাঝেমাঝে জনস্বার্থে ব্রাক বলেই একটা কুড়ুৎ করে শব্দ হতো। বেতার নেই। এলো সাদাকালো টেলিভিশন, তারপরে রঙ্গিন। এখন স্মার্টফোন হাতেহাতে। স্মার্ট মানুষকে আনস্মার্ট ও অলস করে ফেলেছে। কুড়ুৎ কুড়ুৎ শব্দ শুনিনা আর। এখন জীবনটাই কুড়ুৎ কুড়ুৎ করে।


#বেনাপোল
০৮/০৯/২০২০