রাতের মধ্যবর্তী সময়
চাঁদের আলো নিষ্প্রভ
ম্রিয়মাণ চাঁদ সেজদারত
শতশব্দ ঝংকারেও নেই শব্দ
নিরব আকাশ, গাছের পাতা নুইয়ে পড়েছে।


আকাশে মেঘ নেই তবু যেন মেঘলা আকাশ
মেঘলা আকাশেও ঐশী আলোর ঝলকানি
ঠিকরে পড়ছে ঐশী জ্যোতি
মহামায়ায় মোহময় আজ যেন বিশ্বসংসার।


কোন আলোয় আলোকিত আজ রাত
চোখে দেখা যায়না অনুভবে অন্য আলো
কালোরাত ঘুচে গেছে রহমতের ছায়ায়
অলৌকিক আলোতে আলোকিত চারিধার।


বিদ্যুৎতরঙ্গ মেনেছে হার
রহমতের আলোয় মুছে গেছে সকল ভার
জীবনপথ সরল, নেই অহমিকা, নেই গরল
তবে কি বিধাতা নেমে এসেছে মাঝ আসমানে
আজ কি সেই মহিমান্বিত লাইলাতুলকদর!


#বেনাপোল
১১/০৬/২০১৮
২৫ রমজান