#মানুষ_ও_অমানুষের_মধ্যে_পার্থক্য


আমরা সবাই মানুষ, বড় কষ্টের মানুষ।
সব মানুষই আবার মানুষ নয়।


যে মানুষ প্রতারণা করে সে প্রতারক
হোক না সে কোন রাজনীতিক।


যে মানুষ খুন করে সে খুনি
হোক না সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।


যে মানুষ ধর্ষণ করে সে ধর্ষক
হোক না সে কোন মহারথী, মাওলানা বা শিক্ষক ।


যে মানুষ দেশ মাতার বিরুদ্ধে থাকে সে দেশদ্রোহী
হোক না সে কোন সাধু বা খ্যাতিমান লেখক বা সামান্য এক দোকানী।


কিন্তু-
যে মানুষ রাস্তাঘাটে ভিক্ষা করে,
সে একজন মানুষ।
যে মানুষ স্টেশনে রাত যাপন করে সে একজন মানুষ।
যে মানুষ ভাতের কষ্টে থাকে,
সে একজন মানুষ।
যে লোক দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করে জীবন চালায়,
সে একজন মানুষ।


সকল অসহায় মানুষ অবশ্যই মানুষ
কোন প্রতারক
কোন খুনি
কোন ধর্ষক
কোন দেশদ্রোহী
অথবা মানবতাবাদী নয়
তারা কোনদিনই, কোনকালেই মানুষ নয়, মানুষ হতে পারেনা।


তারা নিশ্চিতভাবে অমানুষের অভিধা বহন করে।


©Md Abdul Hafiz
#বেনাপোল
০৩/০২/২০১৯