যেখানে উৎপত্তি
সেখানে নিষ্পত্তি।
বলছিলাম -
মাটি ও মানুষের কথা
মাটি থেকে জন্ম
মাটিতেই সমাধি।
একফোঁটা জলও
অতল হয় মাটিতে।
বলতে কি পারো?
এক ঘটি জল কতক্ষণ থাকে ঘটিতে।
মানুষ খেলেই চলে যাবে মাটিতে।
দেহ গঠন খাদ্য পানীয়ে
বাকীটুকু যায় মাটিতেই চুঁইয়ে।
মাটির দেহ মাটিতেই বিলীন
জল সে-তো মাটিতে ও
স্থলে সদা অন্তহীন।
কি নিয়ে করো এতো অহংকার
জগতে তোমার কিছুই নয়
খালি হাতে যেতে হবে গন্তব্যে তোমার।
দ্বারা পুত্র, পরিবার
এ মোহময় জগত সংসার
সবই মিছে -
শুধু সত্য তোমার কর্মের আকার।
মাটি খাঁটি
খাঁটি মৃত্যু
আমরা সকলেই প্রকৃতির ভৃত্য।
কষ্ট কাকে দাও?
আরে, সে তো তোমারই আকার
ভালোবাসো মানুষকে
নচেৎ, মিটবেনা হৃদয়ের হাহাকার।


#বেনাপোল
১৪/০৯/২০২১