তাবৎ মানুষ ঘুমের প্রস্তুতি নিয়ে ব্যস্ত
কেউ শুয়ে-বসে দিনের হিসাব কষে
কেউ আধোঘুমে আধিপত্যকে স্বপ্নঘোরে চুমে
কেউ নাক ডেকে শান্তির ঘুমে আচ্ছন্ন
স্বৈরাচারী চাঁদের আলোয় গাছগুলোকে ভৌতিক মনে হয়
যেন কোন এক অদ্ভুত দৈত্য দাঁড়িয়ে আছে
স্বৈরাচারী চাঁদের আলোয় আলোকিত মাঠঘাট, প্রান্তুর
তার আলো এসে ঠিকরে পড়ে জানালা ওয়ালা বাড়িঘরের ভিতর
এ আলোয় আধিপত্যবাদীরা রাতের রানীর
মুখের দিকে চেয়ে থাকে
খাবলে খুবলে কিভাবে নরপশুত্ব ফোটানো যায়, তা নিয়ে ভাবে
দরজাজানালা বিহীন ঘরে স্বেচ্ছাচারী চাঁদের আলো পৌঁছেনা
চাল ফুটো ঘরে পৌঁছে ইয়ার্কি স্বরূপ,
প্রহসন করে অভুক্ত মানুষের সঙ্গে
রাজনৈতিক আচরণে পারদর্শী এ চাঁদ
সূর্যের কাছ থেকে ধার করা আলো নিয়ে
স্বৈরাচারী চাঁদ শুধু দেমাগ দেখায়
আমি গালে হাত দিয়ে ভাবি আমার নিরাকার, নির্বিকার ঘুম কখন দু'চোখে নামবে?
অন্ধকারে যে পাখি ডাকে তার মায়া আছে
মায়ার মাঝে অসীম ছায়া আছে
চাঁদ, সে স্বৈরাচারী চাঁদের কোন মায়া নেই
সবই প্রহেলিকা!
©Md Abdul Hafiz
#বেনাপোল
০৪/০৯/২০২১