এবং পায়ে হেঁটে বাসার দিকে রওয়ানা হলাম
পথিমধ্যে একটা আওয়াজ শুনতে পেলাম
বোমা বিস্ফরণের মতোই ছিল সে আওয়াজ
আমি দৌড়াতে শুরু করলাম।


কিন্তু কি আশ্চর্যের বিষয়, শুধু আমি দৌড়াছি
আমার সামনে পিছনে কেউ দৌড়াচ্ছে না
শেষতক আমি থেমে গেলাম
সকলেই যে যার মতো হাঁটছে, ফোনে কথা বলছে, হোটেলে বসে খাচ্ছে
চায়ের দোকানী চা বানাচ্ছে নিজে খাচ্ছে
কাস্টমারদের দিচ্ছে
ভ্রুক্ষেপহীন সবাই, জাহান্নামে যাক দেশ
তাতে আমার কি?
আমি তো আছি বহাল তবিয়তেই।


আমি আবারও দৌড়াতে লাগলাম, দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি
থামতে চাইলেও থামতে পারছিনা
কোন এক তমসাচ্ছন্ন আঁধার আমাকে ঠেলা দিয়ে যাচ্ছে ক্রমাগত
কোন এক তমসাচ্ছন্ন আঁধার আমাকে ঠেলা দিয়ে যাচ্ছে আলোর অভিমুখে।


#বেনাপোল
২২/০৩/২০১৯