নিজ পায়ে কুড়াল মারবি মার
মারার আগে কররে আগে ধার।
পরের ক্ষতি করবি যখন
আর দেরি করিস কেন?
পরের ক্ষতি করতে গিয়ে
খালের গভীরে পড়িসনে যেন।
অধম পথে হাঁটছিস, তবে হাঁটতেই থাক
হাঁটতে গিয়ে আসবে রে তোর মহা বিপাক।
ইতিহাসের শিক্ষা হলো
ইতিহাসের শিক্ষা না নেওয়া
শেষমেশ পাতিহাঁস হয়ে
ক্যাঁ,ক্যাঁ রবে সাঁতরে চলা।
পরের মুখের বুলি কেড়ে হয়নি কেউ বড়
চুপচাপ থাকে যারা, জ্ঞানে তারা বড়।
ফলবতী গাছের মাথা সদা থাকে নিচু
ফলহীন গাছের মাথা সর্বদা-ই উঁচু।
নিজ পায়ে কুড়াল মেরে হয়নি কেউ বড়
সরল পথে চলে যারা, তারাই হয় দঢ়।
সত্যকে কেউ গোপন করে পাইনি তো পার
মিথ্যার সাথে দোস্তি করে হারিয়েছে ওপার।
আমি এক অধম বান্দা বলি সত্য কথা
সত্য কথা শুনরে মানুষ, পাস নে যেন ব্যাথা।


#বেনাপোল
২৯ মাঘ ১৪২৭
১২/০২/২০২১